সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা ৬ আগস্ট শনিবার টুকেরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খাঁন জামাল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে স্বেচ্ছাসেবক দলকে আন্দোলন সংগ্রামে রাজপথে ঝাঁপিয়ে পরতে হবে। অবৈধ সরকারের হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে।
বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিফতাউল কবির, তানভীর আহমেদ তাহসিন, আবু আহমেদ আনসারী, রুনু আহমেদ, জাহাঙ্গীর মিয়া, সৈয়দ সরোয়ার রেজা।
স্বাগত বক্তব্য রাখেন কোম্পানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন। উপস্থিত যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন, সালাউদ্দিন রানা, আনসার উদ্দিন, তারেক আহমদ, সদস্য জাহাঙ্গীর আলম, সাহেবুজ্জামান সাহেব, শাহাব উদ্দিন, ফারুক আহমদ, আলী হোসেন, আবিদ হাসান বাদল, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, হূমায়ূন কবির, সাইফুল ইসলাম, সামসুল ইসলাম, আলী হোসেন,সামসু উদ্দিন, শরীফ উদ্দিন, জুয়েল আহমদ, এরশাদ, ইকবাল, জাফরুল প্রমুখ।