ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলন সংগ্রামর বিকল্প নেই : খান জামাল

Polish_20220903_210620678.jpg

কোম্পানিগঞ্জ উপজেলার পুর্ব ইসলামপুর ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠান আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠিত হয়। কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন আমাদের আন্দোলন হবে গনতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন, মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করব। তিনি আরও বলেন তারুণ্যের অহংকার তারেক রহমান ভীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী শাহাবুদ্দিন। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হুসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার ফরহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া মেম্বার, সদস্য নানু মেম্বার, তাজ উদ্দিন, খোকন রঞ্জন দে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ প্রমূখ । সভায় জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হুসেন। কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমদ। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা, আব্দুল মজিদ বাবুল, লিটন আহমদ, তারেক আহমদের,  সদস্য জাহাঙ্গীর মিয়া, সাহেবুজ্জামান সাহেব, শাহাব উদ্দিন,মামুন আহমদ, সফিকুল ইসলাম, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান,সদস‍্য সচিব ইকবাল হোসেন ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top