কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক – শিক্ষিকা ও সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের মাঝে সন্মাননা প্রদান করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক জনাব রিপন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ জহিরুল হক, সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ শাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি মোঃ আবুল খায়ের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আজমল আলী,বাসপ্রাবিশিস কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি বাবু অনিল চন্দ্র শর্মা, প্রশি সমিতির সাধারণ সম্পাদক বাবু কাজল রায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, প্রমূহ।