ঢাকা,২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মোগলাবাজারে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি সম্পন্ন

IMG_20221013_195117-1.jpg

আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার বাদ যোহর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল মুসলিম জনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয় নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম, এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি মুখরিত করে।

মুবারক র‍্যালিতে উপস্থিত ছিলেন- রাঘবপুর ছাহেবের ছাহেবজাদা মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, সিলেট জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা হাফিজ আব্দুস শহীদ, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, রাখালগন্জ ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও মোগলাবাজার ঈমাম সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল গণী, রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ, সিলেট পশ্চিম জেলা তালামীযের অফিস সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোগলাবাজার থানা তালামীযের সভাপতি ইমরান আহমদ সূফী, মোগলাবাজার ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা খলিলুর রহমান উসামা, সাবেক সভাপতি মাওলানা হাফিজ সিরাজুল হক, লতিফিয়া ক্বারী সোসাইটি মোগলাবাজারের প্রতিনিধি মাওলানা সামিনুল হক, মোগলাবাজার ইউনিয়ন আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মজির উদ্দিন, মোগলাবাজার থানা তালামীযের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাজন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ রওনক আহমদ জামি, আব্দুল মুহিত জানু, ছালেহ আহমদ-মহসিন উদ্দিন হিফজুল কোরআন মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আবুল হোসেন, মোগলাবাজার ইউনিয়ন তালামীযে সভাপতি হাফিজ পারভেজ আহমদ মুন্না, সহ-সভাপতি হাফিজ ইমতিয়াজ আহমদ কামরান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সুহেব, জালালপুর ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন, মোগলাবাজার ইউনিয়ন তালামীয শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক রাইয়ান আহমদ রাফি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিন সহ বিভিন্ন স্তরের আল ইসলাহ দায়িত্বশীলবৃন্দ, তালামীযের দায়িত্বশীলবৃন্দ, মুরব্বিয়ান ও যুব সমাজ প্রমুখ।

পরিশেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে র‍্যালির সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top