১৯শে নভেম্বর বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে দক্ষিণ রনিখাই ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা গতকাল ১৪ অক্টোবর ২০২২ইং শুক্রবার বর্নি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর,স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, সামসুদ্দিন শাহিন, আশরাফ উদ্দিন,
আর উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, যবদলের সদস্য মুহিবুর রহমান, এর সভাপতি আবু তাহের, ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমূখ।