সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, ‘রাজনের শোককে শক্তিতে রূপান্তরিত করে স্বেচ্ছাসেবক দলকে রাজপথে লড়তে হবে। দিনের ভোট রাতে হাইজ্যাক করে রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পতন ঘটাতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথ দখলে রাখতে হবে। গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য স্বেচ্ছাসেবক দলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহিনুর রহমান রাজনের মৃত্যৃতে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ুন জামাল। সভায় প্রধান বক্তার বক্তব্য সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেন, ‘ফ্যাসিবাদের পতন ঘটাতে ও ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ সরওয়ার রেজা, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, সেচ্ছাসেবক দলনেতা মরহুম শাহিনুর রহমানের বড় ভাই বিলাল উদ্দিন।