বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের উদ্যোগে বুধবার (৯.১১.২২) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ গ্র্যান্ড ভিউ রেঁস্তোরায় এক নদী আড্ডার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহা. মনির হোসেন।
নদী পরিব্রাজক দল সিলেটের সভাপতি আদিল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মুহা. শাহেদুর রহমান শাহেদ, সহসভাপতি অ্যাড. শাহিনুল ইসলাম, মাহবুবুর রহমান এরশাদ, সাধারণ সম্পাদক কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক শাহ আদনান, আইন সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল হেলাল, জেলা কমিটির সদস্য ময়নুল ইসলাম খান শায়েখ, হোসেন আহমদ, সোলমান চৌধুরী, বুলবুল আহমদ চৌধুরী, হাবিবুন্নবী শাহেদ প্রমূখ।
উল্লেখ্য, এসময় নদী পরিব্রাজক দল সিলেটের সাধারণ সম্পাদক কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জেলা শাখা থেকে সংবর্ধনা দেওয়া হয়।