স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন- ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে সমাবেশ সফল করে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজাতে হবে। ইনশাআল্লাহ দমন, পীড়ন, নিপীড়ন, মামলা হামলা করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবেনা।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে নগরের হলিসাইড হোটেলের হলরুমে অনুষ্ঠিত সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পরিচালনা অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনাজ্জির আহমদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী।