
হরগৌরী প্রিমিয়ার লিগ (এইচপিএল)’র শিরোপা ঘরে তোলা হরগৌরী টাইগার্স টুর্নামেন্ট ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো দশম আসরের নবীন দলটি। ১৯ নভেম্বর ২০২২ইং শনিবার এইচপিএলের দশম আসরের ফাইনালে রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন হার্দিক সিক্সার্সের অধিনায়ক ফজলে রাব্বি। টসে হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে হরগৌরী টাইগার্স। জবাবে ১০ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে হার্দিক সিক্সার। ফলে খেলাটি সুপার ওভারে গড়ায়, সুপার ওভারে হার্দিক সিক্সার বিপক্ষ দলের সাকিবের অসাধারণ ফিল্ডিং নৈপুণ্যে ২ উইকেটে ১৩ রান করে জবাবে হরগৌরী টাইগার্সের ব্যাটসম্যান এম.এ সামাদ শেষ বলে ৬ মেরে হরগৌরী টাইগার্সকে জয়ের বন্দরে পৌঁছান।
হরগৌরী প্রিমিয়ার লিগ (এইচপিএল) ২০২২ দশম আসরে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও এম.এ সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা , বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে নূসরাত লায়লা নীরা বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই, স্বপ্নের সোনার বাংলা গঠনে মাদক নির্মূলের মধ্য দিয়ে সমাজকে পরিশুদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।
হরগৌরী প্রিমিয়ার লিগ (এইচপিএল) এর ফাইনাল খেলায় ম্যাচ সেরা হোন হরগৌরী টাইগার্সের ব্যাটসম্যান এম.এ সামাদ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হোন ফজলে রাব্বি। বেস্ট ব্যাটসম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হোন আব্দুল্লাহ বেস্ট বোলার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হোন ফজলে রাব্বি ও সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হোন আরিফ আহমদ।
