এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর ২০২২ বর্ষের এজিএম & ২০২৩ বর্ষের নির্বাচত সিলেটের এক অভিজাদ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এলজি ও পিএনপি এপে. অ্যাড. আব্দুল খালিক ,বিশেষ অতিথি এপেক্স বাংলাদেশের এলজি এপে. অ্যাড. একেএম সমিউল আলম, আক্তার হোসেন খান, জেলা গভর্ণর-৪ এপে. বাবুল মিয়া, সদ্য অতিত জেলা গভর্ণর-৪ এপে. শাহেদুর রহমান, লাইফ মেম্বার অ্যাড. আব্দুল কুদ্দুস, এপে. ছাইফুল করিম চৌধুরী হায়াত, জেলা গভর্ণর-৪ ইলেক্ট এপে. অ্যাড. জালাল উদ্দিন, পিডিজি-৪ এপে. গিয়াস উদ্দিন চৌধুরী, এপে. আহমেদ জাকারিয়া প্রমূখ।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন : এপে. অ্যাড. একেএম সমিউল আলম এবং সহনির্বাচন কমিশনার এপে. আক্তার হোসেন খান, এপে. ছাইফুল করিম চৌধুরী হায়াত।
অবজারভার হিসাবে ছিলেন: এপে. অ্যাড. মো. জালাল উদ্দিন
২০২৩ বর্ষের জন্য নির্বাচিত সভাপতি : এপে. অ্যাড. আব্দুলাহ আল হেলাল, সেক্রেটারী ও ডিএনই : এপে. হোসেন আহমদ।
২০২২ বর্ষের এজিএম-এ উপস্থিত হয়ে যারা সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে অকৃত্রিম অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা এ কে আজাদ ফাহিম।