২৪শে ডিসেম্বর, রোজ শনিবার নগরীর অভিজাত রেস্তোরাঁ ক্যানভাস ডাইন এন্ড পার্টি সেন্টারে সংগঠনের জেলা কমিটির কাউন্সিল অধিবেশন হয়। অধিবেশনটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব খন্দকার মামুন আলী আখতার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চেয়ারম্যান মহোদয় ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি হিসেবে আবুল কালাম, সহ-সভাপতি নজরুল ইসলাম কলিম ও জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমদ ও কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক নূর জামাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রূপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোঃ মকদ্দছ আলী, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম আজাদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাহমিনা সুলতানা, নির্বাহী সদস্য অলিউর রহমান সুফী ও আব্দুল মালিক এর নাম ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিনহাংস ভট্টাচার্য (সন্টু), মহানগর সভাপতি মোস্তাক আহমদ, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক নাইমুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, দপ্তর সম্পাদক সোহেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুহি উদ্দীন রাব্বানী (কামরুল ইসলাম) প্রমূখ।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার মামুন আলী আখতার সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।