ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রোটারি ক্লাব অফ সিলেট পাইওনিয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতের জামা বিতরণ

IMG-20230104-WA0034.jpg

 

গত ০৪ জানুয়ারী ২০২৩ ইংরেজি বুধবার সকাল ১১ ঘঠিকার সময় সিলেট নগরীর চৌকিদেখী বাশবাড়ীস্থ সিলেট যুব একাডেমি পরিচালিত “গোলাপ” প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে রোটারি ক্লাব অফ সিলেট পাইওনিয়ার এর প্রেসিডেন্ট রোটারিয়ান জনাব মোঃ মওদুদ আহমেদ এর সভাপতিত্বে ও রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপন এর পরিচালনায় শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্টিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্ণর এইড, আই পি পি রোটারিয়ান জনাব হাছান কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান জনাব মাহবুব ইকবাল মুন্না, সিলেট যুব একাডেমির প্রকল্প পরিচালক জনাব সাবিহা সুলতানা সিলেট যুব একাডেমির প্রকল্প মনিটরিং অফিসার জনাব সামছুল ইসলাম, রোটারী ক্লাব অফ সিলেট পাইওনিয়ার এর সেক্রেটারি জনাব রোটাঃ নুরুল ইসলাম রুপন

আই পি পি রোটারিয়ান এডভোকেট আমিরুল ইসলাম রোটারী ক্লাব অফ সিলেট পাইওনিয়ার, রোটারিয়ান মোঃ মকসুদুর রহমান চৌধুরী প্রেসিডেন্ট ইলেক্ট রোটারী ক্লাব অফ সিলেট পাইওনিয়ার, রোটারিয়ান সালেহ আহমদ ট্রেজারার রোটারী ক্লাব অফ সিলেট পাইওনিয়ার, রোটারিয়ান দ্বীন ইসলাম রানা সদস্য রোটারী ক্লাব অফ সিলেট পাইওনিয়ার গোলাপ প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র CMC সভাপতি শামীম আহমেদ CMC সহ সভাপতি, সমাজকর্মী জনাব আব্দুল মোমিন কেন্দ্র ইনচার্জ সবিতা রানী বাহাদুর ও শিক্ষিকা সামিয়া আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top