এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর উদ্যোগে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. ইলিয়াছ জসিম’র মাধ্যমে ২০২৩ বর্ষের সেবা কার্যক্রম এর সূচনা করা হয়।
সিলেট নগরীর এক অভিজাত হোটেলে ৩ জানুয়ারী, মঙ্গলবার রাতে ক্লাবের সভাপতি এপে. অ্যাড. আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের বাসিন্দা এক এতিম মেয়ের বিয়েতে ১০০০০ (দশ হাজার) টাকা নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. ইলিয়াস জসিম, লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান, জেলা গভর্নর-৪ এপে. বাবুল মিয়া, সদ্য অতীত জেলা গভর্নর-৪ এপে. শাহেদুর রহমান শাহেদ, অতীত জেলা গভর্নর-৪ এপে. আহমেদ জাকারিয়া, জেলা গভর্নর-৪ (ইলেক্ট) এপে. অ্যাড. মো. জালাল উদ্দীন, জাতীয় সচিব এপে. অ্যাড. মীর ফেরদৌস আলম সেলিম, অতীত সভাপতি এপে. নাজমুল হুদা, সদ্য অতীত সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান রাসেল, সেক্রেটারী এপে. হোসেন আহমদ, এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর সদ্য অতীত সভাপতি এপে. নজরুল ইসলাম, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ এর সভাপতি এপে. আদিল হোসেন, সিনিয়র সহসভাপতি এপে. হাবিবুন্নবী সাহেদ, বোর্ড ডিরেক্টর এপে. আব্দুর রহমান তুহিন প্রমূখ।