এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্টে ও জান্নাত মটরস’র চেয়ারম্যান এপেক্সিয়ান হাবিবুন্নবী সাহেদের ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষ্যে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র আয়োজনে মঙ্গলবার রাতে সিলেট নগরীর এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
এসময় এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সভাপতি এপে. অ্যাড. আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর সদ্য অতীত জেলা গভর্নর এপে. শাহেদুর রহমান শাহেদ, অতীত জেলা-৪ গভর্নর এপে. আহমেদ জাকারিয়া, ক্লাবের অতীত সভাপতি এপে. নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি এপে. মনিরুজ্জামান রাসেল, সদ্য অতীত সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, সেক্রেটারী এপে. হোসেন আহমদ প্রমূখ।
উল্লেখ্য, গত ০৪ জানুয়ারি, বুধবার সকাল ১০ ঘটিকার ফ্লাইটে একটি বেসরকারি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরাহ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে এপেক্সিয়ান সাহেদ ঢাকা ত্যাগ করেন।