আরটিএমআই-এইচআরডিসি’র স্বাস্থ্য শিক্ষা বিষয়ক নিয়মিত প্রশিক্ষণের জন্য ‘আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স এন্ড টেকনোলজি’র সাথে একটি মেমোরেনডাম অব আন্ডারস্টেনডিং (এমও ইউ) চুক্তি গতকাল স্বাক্ষরিত হয়েছে।
দেশের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান আরটিএমআই-এইচ আরডিসি’র তথা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ, যা স্বাস্থ্য খ্যাতে বৈশ্বিক চাহিদা অনুযায়ী আধুনিক স্বাস্থ্য কর্মী তৈরীর করতে সহায়তা করবে।
এই এমওইউ স্বাক্ষরিত হওয়ায় আমেরিকান ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স এন্ড টেকনোলজি সিলেটের পুর্ব শাহী ঈদগাহে অবস্থিত আরটিএমআই-এইচআরডিসির বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা ইন্সটিটিউটে আগামী ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন মেডিকেল কোর্সে তিন থেকে এক বৎসরের প্রশিক্ষণ শুরু করবে।
আরটিএম ইন্টারন্যাশনালের ঢাকাস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত এই এমওইউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আরটিএমআই-এইচআরডিসি’র নির্বাহী পরিচালক ড. আহমদ আল কবির ও ড. মাহবু এনাম হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির ও আরটিএম এর পরিচালক (রিসার্চ) ড. মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আরটিএমআই-এইচআরডিসি সিলেটে বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক), বিএসসি ইন নার্সিং (বেসিক), হেলথ টেকনোলজি (ফার্মেসি, ল্যাব-প্যাথলজি, ফিজিওথেরাপি), বিএসসি ইন ল্যাব মেডিসিন, বিএসসি ইন ফিজিওথেরাপি, ডিএমএফ (ম্যাটস), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কমিউনিটি প্যারামেডিক ইত্যাদি বিভিন্ন কোর্সে দীর্ঘদিন থেকে হাতে কলমে শিক্ষা দান করে আসছে। এই সব ইন্সটিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীরা বিদেশে চাকুরি সহ দেশের রোহিঙ্গা ক্যাম্প সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে চাকুরি করে আসছেন।