এপেক্স বাংলাদেশ এর ৪৬ তম জাতীয় সম্মেলন গত ১৩ ও ১৪ জানুয়ারি বগুড়াস্থ পাঁচ তারকা হোটেল মম ইন এ ২০২২ বর্ষের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের ২য় দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ডেলিকেটদের প্রত্যক্ষ ভোটে এপেক্স বাংলাদেশের ২০২৩ সালের বোর্ড ডিরেক্টরদের নির্বাচন করা হয়।
উক্ত নির্বাচনে ২০২৩ বর্ষের জন্য এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ।
এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদের বিজয়ে সিলেটের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য যে, এপেক্সিয়ান শাহেদ এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর মাধ্যমে ২০০৮ সালে এপেক্স আন্দোলনে যোগ দান করেন এবং ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০১৫ সালে ক্লাব সভাপতি ও ২০২০-২০২১ সালে এপেক্স বাংলাদেশ জেলা গভর্নর-৪ হিসবে দায়িত্ব পালন করেন।
এপেক্সিয়ান শাহেদ কে জাতীয় সেবা পরিচালক নির্বাচিত করায় তিনি এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস , ডিস্টিক ৪ এর সকল ক্লাব এবং এপেক্স বাংলাদেশের সকল এপেক্সিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।