ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে উপজেলা বিএনপ‌ির বিক্ষোভ মিছিল

Polish_20230116_223005794.jpg

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলায় ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা ধলাই ব্রিজের সামনে প্রধান সড়কে পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক নুরুল মুত্তাকিন বাদশা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু সহ উপজেলা যুবলের নেতাকর্মী।

উপস্থিত ছিলেন স্ব‌েচ্ছাস‌ে‌বক দল‌ের সদস্য সচ‌ি‌ব এডভ‌োকে‌ট ম‌োঃ আব্দুল্লাহ আল হ‌েলাল সহ উপজেলা স্ব‌েচ্ছাস‌েবক দল‌ের নেতাকর্মী।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top