এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্ণর এপেক্সিয়ান অ্যাড. মো. জালাল উদ্দিনের যুক্তরাজ্য ও ইউরোপ ভ্রমণের উদ্দেশ্যে গমন উপলক্ষে ১৬ জানুয়ারী ২০২৩ সন্ধ্যায় এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়
এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর সভাপতি এপে. অ্যাড. মােঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীত জেলা গভর্নর-৪ ও জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান শাহেদ, অতীত জেলা গভর্নর-৪ এপে. আহমেদ জাকারিয়া, অতীত সভাপতি এপে. নাজমুল হুদা, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান রাসেল, সেক্রেটারী এপে. হোসেন আহমদ, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ এর সভাপতি এপে. আদিল হোসেন, সেবা পরিচালক ইয়াছিন আলী প্রমূখ।