এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের বোড সভা ২১ জানুয়ারী ২০২৩ ইং শনিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর সভাপতি এপে. অ্যাড. মােঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে উক্ত বোর্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান শাহেদ, লাইফ মেম্বার সাইফুল করিম চোধুরী হায়াত
অতীত জেলা গভর্নর-৪ এপে. আহমেদ জাকারিয়া, অতীত সভাপতি এপে. নাজমুল হুদা, সদ্য অতীত সভাপতি এপে. এ কে আজাদ ফাহিম , জুনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবুল হোসেন, বোর্ড মেম্বার পাপ্পু প্রমূখ।