ঢাকা,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগে কম্বল বি‌তরণ ও ড‌ি‌নার মি‌টি‌ং

Polish_20230128_004256095.jpg

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগে গতকাল  ২৭ জানুয়ারী ২০২৩ ইং শুক্রবার  রাত‌ ৭:০০ ঘট‌িকায় হোটে‌ল ব্র‌িটান‌িয়ায় হল রুম‌ে  ৬২৩ তম ড‌ি‌নার ম‌িটিং ও শীতার্তদ‌ের মাঝ‌ে কম্বল ব‌ি‌তরণ করা হয়।

ড‌ি‌নার ম‌িটিং ও শীতার্তদ‌ের মাঝ‌ে কম্বল ব‌ি‌তরণ অনুষ্ঠান‌ে    সভাপতিত্ব কর‌েন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপে. এডভ‌োকে‌ট মো‌ঃ আব্দুল্লাহ আল হ‌েলাল ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স‌েবা পর‌িচালক সাহে‌দুর রহমান সাহেদ, পিডি‌জি ৪ এপ‌ে.আহমদ‌ জাকার‌ি‌য়া, এপে এড মাসুম আহমদ, এপেক্স ক্লাব অব গ্রীন হি‌লস‌ের লাইফ মেম্বার এপে.ছয়ফুল কর‌িম চ‌ৌধুরী হায়াত, এপেক্স বাংলাদেশ জেলা-৪ সেক্রেটারী এপে. জা‌মিল ব‌ি‌ন ম‌িজান,

আরও  উপস্থ‌িত ছি‌লে‌ন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সদ্য অতী‌ত সভাপতি এপে. কৃষ‌িবি‌দ এ ক‌ে আজাদ ফাহি‌ম,অতীত সভাপত‌ি এপ‌ে হাফ‌িজ আব্দুর রহমান, এপ‌ে নাজমুল হুদা, স‌িনি‌য়র সহ সভাপত‌ি এপে. মনিরুজ্জামান রাসেল, বোর্ড ডিরেক্টর এপে.ফখরুল হাসান পাপ্পু , সিলে‌ট  ক্লাব এর সভাপত‌ি আশ‌ষি রায় ,স‌িনি‌য়র সহ সভাপত‌ি মুস্তাফ‌িজুর রহমান, সুনামগঞ্জ ক্লাব এর  সভাপত‌ি এপ এড আলাউদ্দ‌িন,সিুরমা ভ‌িউ ক্লাবে‌র সভাপত‌ি এপ‌ে আদ‌িল হোসে‌ন, স‌িনি‌য়র সহ সভাপত‌ি হাব‌িবুন নবী সাহে‌দ সে‌ক্রে‌টারী এপ‌ে হাফ‌ি‌জ আদনান শাহ মূখ।

উক্ত ড‌ি‌নার ম‌িটিং ও শীতার্তদ‌ের মাঝ‌ে কম্বল ব‌ি‌তরণ শ‌েষে‌ে জাতীয় স‌ে‌বা পর‌িচালক এপ‌ে সাহ‌ে‌দুর রহমান সাহ‌েদ এর জন্মদি‌ন উপলক্ষ‌ে কে‌ক ক‌েট‌ে জন্মদ‌িন উদযাপন করা হয় এবং এপ‌ে সাহ‌েদ ক‌ে ফুল দ‌িয়ে শুভ‌েচ্ছা জানান‌ো হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top