এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের বোর্ড সভা গতকাল ২ জানুয়ারী ২০২৩ ইং শুক্র বার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ;ফটো স্টুডিও ওয়ান; লামা বাজারে এপে.নাজমুল হুদার সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর সভাপতি এপে. অ্যাড. মােঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে উক্ত বোর্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান শাহেদ, লাইফ মেম্বার সাইফুল করিম চোধুরী হায়াত।
আরও উপস্থিত ছিলেন অতীত জেলা গভর্নর-৪ এপে. আহমেদ জাকারিয়া, অতীত সভাপতি আদিল হোসেন , অতীত সভাপতি এপে. নাজমুল হুদা,অতীত সভাপতি এপে এড শাহিনুল ইসলাম, সদ্য অতীত সভাপতি এপে. এ কে আজাদ ফাহিম , জুনিয়র ভাইস প্রেসিডেন্ট বাবুল হোসেন, সেক্রেটারী হোসেন আহমদ, সার্বিস ডাইরেক্টর এপে ইয়াছনি আলী, ফেলোশিপ ডাইরেক্টর এপে পল্লব চক্রবর্তি , এপে লিটন দাশ ,এপে ফখরুল হাসান পাপ্পু প্রমূখ।
উক্ত বোর্ড সভা শেষে এপে লিটন দাশ এর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় এবং এপে লিটন দাশ কে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
উক্ত বোর্ড সভায় ক্লাবের ডিনার মিটিং, সার্বিস সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।