ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী শায়খে বাঘা রহ. এর স্মৃতি বিজড়িত বাঘা হাতালী মাঠের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হব‌ে ১৪,১৫ ফ‌ে‌ব্রুয়ারী

IMG-20230108-WA0026.jpg

আগামী ১৪-১৫ ফেব্রুয়ারী (মঙ্গল ও বুধবার) গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শায়খে বাঘা রহ. এর স্মৃতি বিজড়িত বাঘা হাতালী মাঠের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।

খলিফায়ে মাদানি রহঃ হযরত বশির আহমদ শায়খে বাঘার রহঃ রেখে যাওয়া এক আদর্শ গোলাপগঞ্জ তথা বাঘা অঞ্চলবাসীর কাছে।

শীতকালীন বৃষ্টি বিহীন দিনে আল্লাহর রহমতের বারিধারা তথা বৃষ্টি বর্ষণের জন্য খোলা মাঠে ধর্মীয় আলোচনা পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া চাইতেন শায়খে বাঘা রহঃ । সেই ধারাবাহিকতায় আজ অবদি চলে আসছে বার্ষিক এই দোয়া মাহফিল।
গোটা গোলাপগঞ্জবাসী সহ হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিয়ান অধিরআগ্রহে অপেক্ষায় থাকেন এই মাহফিলের। শায়খে বাঘার ভালোবাসা বুকে আগলে রেখে তার এই মহৎ কর্ম এখনও স্মরণ করে বাঘা এলাকাবাসী ।

জানা যায় যে, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারীর শায়খে বাঘার স্মৃতি বিজড়িত বাঘা হাতালী মাঠের এই বার্ষিক মাহফিলে নসিহত করবেন শায়খুল হাদীস নুরুল ইসলাম খান, নজরুল ইসলাম কাসেমী, খুরশিদ আলম কাসেমী, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, তাফহিমুল হক হবিগঞ্জীসহ সিলেটের স্থানীয় বুজুর্গ উলামাগণ।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতে কামিয়াবী হাসিলের করুন, এবং মাহফিল কে সফল সার্থক করে তুলার জন্য সকলের সার্বিক সহযোগিতা করেছেন বাঘা হাতালী মাহফিল বাস্তবায়ন কমিটি।

উল্লেখ্য যে, প্রতি বছর হাতালীর (শায়খে বাঘা রহঃ) বার্ষিক এই মাহফিলের দিন অল্প হলেও বৃষ্টি হয়, এলাকাবাসী মনে করেন যেহেতু এই মাহফিল ১মবার হয়ে ছিল বৃষ্টি র জন্য,তাই ঐ মাহফিলের দিন সেখানে প্রতি বছরে আল্লাহর রহমতে বৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top