এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস্ জেলা-৪ এর উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ও ভাবাগাম্ভীর্যের সাথে পালন করা হয়।
পরে ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সিলেট নগরীর তালতলাস্থ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের হল রুমে আলোচনা সভা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান সাহেদুর রহমান সাহেদ, জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান জালাল উদ্দীন, শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রউফ, জেলা-৪ এর সেক্রেটারী এপেক্সিয়ান জামিল বিন মিজান চৌধুরী, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর অতীত সভাপতি এপেক্সিয়ান নাজমুল হুদা, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান কৃষিবিদ এ.কে. আজাদ ফাহিম, শাহপরান ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, অতীত সভাপতি এপেক্সিয়ান মঈনুল ইসলাম সায়েক। উপস্থিত ছিলেন সেক্রেটারী এপেক্সিয়ান হোসেন আহমদ, সেবা পরিচালক এপেক্সসিয়ান ইয়াছিন আলী, এপেক্সিয়ান রফিক আহমদ প্রমুখ।
পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।