আন্তর্জাতিক সেবামুলক সংগঠন এপেক্স ক্লাব অব সিলেট এর নিয়মিত ডিনার সভা আজ ২৪শে ফেব্রুয়ারি রোজ শনিবার রাত ৮ঘটিকায় সিলেট শহরের একটি অভিজাত হোটেল এর হল রুমে অনুষ্টিত হয়।
এপেক্স ক্লাব অব সিলেট এর সভাপতি এপে:আশীষ রায় এর সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসাবেে উপস্হিত ছিলেন সদ্য অতিত জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান মো:বাবুল মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব সিলেট এর অতিত সভাপতি ও জেলা-৪ ২০২২ইং এর বেস্ট এপেক্সিয়ান মো:এমদাদুর রহমান। এছাড়া ও আরো উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর সদ্য অতিত সভাপতি এপে: কৃষিবিদ এ.কে.আজাদ ফাহিম, এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, এপেক্স ক্লাব অব সিলেট এর বোর্ড মেম্বার এপে: মোস্তাক আহমদ সহ আরো অনেকে॥