৫ই মার্চ ২০২৩ইং রবিবার মোগলাবাজার গ্রাম লীগ ফাইনালে রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন টিম টাইগার্স এইচ.জি (হরগৌরী) এর অধিনায়ক এম.এ সামাদ। টসে হেরে প্রথমে ব্যাট করে ১০ ওভার ২ বলে ৮১ রান করে অলআউট হয় জাহানপুর ক্রিকেট একাদশ। জবাবে ৭ ওভার ২ বলে ৩ উইকেটে ৮২ রান করে টিম টাইগার্স এইচ.জি (হরগৌরী) এর ব্যাটসম্যান ফজলে রাব্বি ৬ মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছান।
মোগলাবাজার গ্রাম লীগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ ইং এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও এম.এ সামাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট ফরহাদ আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যাপক জনাব মুহিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী জনাব আহবাবুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বর্তমান সভাপতি জনাব আশরাফুল ইসলাম ইমরান, জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সচিব জনাব হাসান আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে এড. ফরহাদ আহমদ বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই, স্বপ্নের সোনার বাংলা গঠনে মাদক নির্মূলের মধ্য দিয়ে সমাজকে পরিশুদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবো।
মোগলাবাজার গ্রাম লীগ ২০২৩ইং এর ফাইনাল খেলায় ম্যাচ সেরা হোন টিম টাইগার্স এইচ. জি (হরগৌরী) এর বোলার ফাহিম আহমদ।