ঢাকা,৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে ক‌ৃষকদের সার ও বীজ ব‌ি‌তরণ

Polish_20230317_225127432.jpg

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগে গতকাল  ১৭ মার্চ ২০২৩ইং  (শুক্রবার) ১১:০০ ঘটিকায় টুকের বাজারে প্রান্তিক ক‌ৃষকদের মাঝে সার ও বীজ ব‌ি‌তরণ করা হয়।

কৃষকদের মাঝ‌ে সার ও বীজ ব‌ি‌তরণ অনুষ্ঠান‌ে সভাপতিত্ব কর‌েন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপে. এডভ‌োকে‌ট মো‌ঃ আব্দুল্লাহ আল হ‌েলাল ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স‌েবা পর‌িচালক শাহে‌দুর রহমান শাহেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ৪ এপে. এড. মোঃ জালাল উদ্দিন ।

আরও উপস্থ‌িত ছি‌লে‌ন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সদ্য অতী‌ত সভাপতি এপে. কৃষ‌িবি‌দ এ. ক‌ে. আজাদ ফাহি‌ম, স‌িনি‌য়র সহ সভাপত‌ি এপে. মনিরুজ্জামান রাসেল প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top