সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতি সিলেট এর কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। গতকাল শনিবার ১৮ মার্চ সিলেটের ঐতিহ্যবাহী এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামাল হোসেইন এর পরিচালনা অনুষ্ঠানে ইফতার ও দোয়া মাহফিল আগামী ৫ এপ্রিল ২০২৩ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো, অর্থ সম্পাদক আলীমুজ্জামান, প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল , শিক্ষা সম্পাদক আবুল খায়ের মাস্টার, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক আবুল খায়ের মো. শাহজাহান সাজু, নির্বাহী সদস্য মাওলানা এখসান উদ্দিন ।
আলোচনা সভা শেষে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সহ সভাপতি, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো সিলেট জজ কোর্টে র পাবলিক প্রসিকিউটর নিয়োগ প্রাপ্ত হওয়ায় এবং সমিতির নির্বাহী সদস্য ও বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা এহসান উদ্দিন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।