মৎস্যজীবী দল মোহাম্মদপুর থানা আহ্বায়ক কমিটি ঘোষণা : জসিম উদ্দিন রাজবির আহবায়ক ও কামরুল হাসান চৌধুরী সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে মৎস্যজীবী দলের নতুন আহবায়ক কমিটির সদ্য ঘোষিত আহবায়ক জসিম উদ্দিন রাজবির, সংবাদকে জানান, নতুন দায়িত্ব পেয়ে আমি অনেক আনন্দিত। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সকল নেতা-কর্মীর কাছে দোয়া চাই, আমি যেন দলের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
দল ও রাজনীতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে জসিম উদ্দিন রাজিবর, এই নেতা বলেন, আমি তৃণমূলের সকল নেতা-কর্মীকে নিয়ে কাজ করতে চাই। কাউকে বঞ্চিত করে নয়, দলের সবাইকে নিয়ে সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে চাই। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কাজকে আরও গতিশীল করতে চাই।