দেশবাসীকে পবিত্র রামাদানের শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জের কৃতি সন্তান, শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল এর পরিচালক ও সিলেট দিগন্ত ডটকমের বিজ্ঞাপন সম্পাদক বকুল হোসেন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন ত্যাগে মহিমান্বিত প্রতি বছর রমজান আমাদের মাঝে আসে হিংসা-বিদ্বেষ-লোভ ক্রোধকে পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দিতে। রমজানের রোজা রাখার মাধ্যমে আত্নসুদ্ধির প্রশিক্ষণ দেয়।