এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সম্পন্ন । গতকাল শনিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান সাহেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ গভর্নর এপে. এড. মো. জালাল উদ্দিন, লাইফ মেম্বার এপে ছয়ফুল করিম চৌধুরী, সাবেক জেলা- ৪ এর গভর্নর এড.গিয়াস উদ্দীন চৌধুরী, অতীত সভাপতি এড. মুহম্মদ সফিকুল ইসলাম, সাবেক জেলা গভর্নর এপে.আহমেদ জাকারিয়া, এপে. নাজমুল হুদা , অতিত সভাপতি এপে. এড. শাহিনুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন, গ্রীন হিলস ক্লাবের সদ্য অতিত সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম, সেক্রেটারী এপে. হোসেন আহমদ, সেবা পরিচালক এপে. ইয়াসিন আলী, আব্দুস সোবহান আজাদ প্রমূখ।