ঢাকা,৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’র উদ্যোগে মে দিবস উপলক্ষে শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ

Polish_20230501_230851753.jpg

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস’এর উদ্যোগে মে দিবস উপলক্ষে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ১লা মে ২০২৩ ইং সোমবার রেল স্টেশন হসপিটাল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর প্রেসিডেন্ট এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্ত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর মোঃ আক্তার হোসেন খান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৪ এর গভর্নর এপে এডভোকেট  মোঃ জালাল উদ্দিন, এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর অতীত সভাপতি নাজমুল হুদা, এপে. এডভোকেট শাহিনুল ইসলাম, এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর সদ্য অতীত সভাপতি এপে কৃষিবিদ এ কে আজাদ ফাহিম , এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এর  সার্ভিস ডাইরেক্টর মোঃ ইয়াসিন আলী প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top