মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ০৬ মে ২০২৩ ইং দুপুরে মুসলিম সাহিত্য সংসদ সিলেটে অনুষ্ঠিত হয়।
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান ও সাবেক দুই বারের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশীদ এর সভাপতিত্বে এবং বিভাগীয় সচিব সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সচিব মোঃ এনামুল ইসলাম, সিলেট জেলা কমিটির সভাপতি সাংবাদিক ফয়সাল আহমেদ বাবলু, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন রনু, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট আবুল বাশার, সিলেট বিভাগীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াছিন আলী,
আর উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় শিশু ও মহিলা বিষয়ক সচিব রুহেনা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ও শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এর পরিচালক বকুল হোসেন, জেলা কমিটির ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন লাকি, সিলেট জেলা কমিটির সচিব এডভোকেট হুমায়ুন কবির শামিম, ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, বিষয়ক সচিব লুৎফা আহমেদ লিলি,সেতুবন্ধ সোসাইটির সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম, পলাশ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইকবাল হোসেন, মাতপস এর সদস্য আলীম উদ্দিন, মাসুম আহমদ, হাজারী, ফয়সাল জিয়াসমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন । স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সাংগঠনিক সচিব দেলোয়ার হোসেন লাকি ।