ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

গাজীপুরের কালিয়াকৈরে জুতা তৈরির কারখানায় আগুন

juta.jpg

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উলুসারা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৫টি ইউনিট কাজ করছে।

দমকল বাহিনী ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুডওয়্যার লিমিটেড নামের জুতা তৈরির ওই একতলা ভবনটিতে সোল তৈরি করা হয় এবং একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কেমিক্যাল থেকে বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকরা দৌড়ে বেরিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, আগুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top