সিলেট :: সিলেটের সামজিক সংগঠন ‘সোসাইটি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ উদ্যোগে পুলিশী হেফাজতে নৃশংসভাবে পরিকল্পিতভাবে রায়হানকে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সম্মুখে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার কর্মীবৃন্দ ও সচেতন মহলের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন- ব্যবসায়ী নুরুল ইসলাম খাঁন, সাবেক ছাত্রনেতা সুয়েব লস্কর, সোসাইটির পৃষ্টপোষক ও ব্যবসায়ী সুহেল আহমদ তালুকদার।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সোসাইটি ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সিলেটের সহ সভাপতি একরাম হোসেন তালুকদার, সহ সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ আহমেদ, প্রচার সম্পাদক হারুন শেখ, অর্থ সম্পাদক ফরিয়াদ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দীন, সাবেক ক্রিড়া সম্পাদক জাকির আহমেদ শিপু, সিনিয়র সদস্য দুলাল আহমেদ, পারভেজ আলম, সোহেল আহমদ, আমিন মিয়া, রমজান মিয়া জনি, মাজেদ আহমেদ ইমন, মাসুম আহমদ।
অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ী সমাজসেবক আবুল হোসেন, লুৎফুর রহমান, ব্যবসায়ী নাজমুল ইসলাম