প্রবীণ সাংবাদিক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি, সিলেট ল”কলেজের ভিপি ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী চৌধুরী। রোববার রাতে সংবাদমাধ্যমে শোকবার্তা প্রেরণ করেন তিনি।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবল হক চৌধুরী শোকবার্তায় বলেন, ‘আজিজ আহমদ সেলিম ছিলেন এক জনপ্রিয় সাংবাদিক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। আমরা কেউই তাঁকে এভাবে হারাতে চাইনি।’
তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।