ঢাকা,৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের সিনিয়র সাংবাদিক আজিজ আহমদ সেলিম আর নেই আজ সোমবার বাদ জোহর দরগাহ জানাজা

FB_IMG_1603041014162.jpg
  • সিলেটের সিনিয়র সাংবাদিক আজিজ

সাহেদ আহমদ ঃ সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম আর নেই। গতকাল রোববার রাত সাড়ে ৮টায় সিলেট সিএইমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর দরগাহে হযরত শাহ জালাল (রহ.)জামে মসজিদের মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দরগাহ গোরস্থানে দাফন করা হবে।
সিলেট প্রেসক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনেরও সিলেট প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া, নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন তিনি। সিলেটের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি। সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতির দায়িত্বেও ছিলেন আজিজ আহমদ সেলিম। বঙ্গবন্ধু পরিষদের সিলেট শাখার সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।
সাংবাদিক সেলিম সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর অবস্থার অবনতি ঘটলে সম্প্রতি তাকে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফুসফুস সমস্যাসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। রাখা হয় চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে। এরপর রোববার রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top