সুপার ফাইভের পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিশিগান শাখার ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল। কমিটি অনুমোদন লাভ করায় অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ ।
অভিনন্দন বার্তায় সাহেদ আহমদ বলেন, নতুন কমিটির নেতৃত্বে মিশিগানে স্বেচ্ছাসেবক দলের দলের কার্যক্রম আরো গতিশীল হবে। ফলে আমেরিকার মাটিতে জাতীয়তাবাদী দলের শক্তি আরো বৃদ্ধি পাবে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে যুবদল নেতা আশাবাদ ব্যক্ত করেন।
পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- উপদেষ্টা ঃ নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, কামাল হোসেন লিলু ও কাদের আজাদ। কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মারুফ হোসেন খান, সহ-সভাপতি আব্দুস সালাম, শাহদাত খন্দকার খোকন ও আফজাল আহমদ রিপন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ, যুগ্ম-সম্পাদক হাসান আহমদ ও বেলাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুহেল খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর নূর, কোষাধ্যক্ষ আল আমিন, দফতর সম্পাদক কামাল সরকার, প্রচার সম্পাদক এমাদ উদ্দিন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক লস্কর, আপ্যায়ন ও সমাজ সেবা সম্পাদক কূনু আহমদ, সদস্য শোয়েব খান, শাহ সাফি এপোলো, বদরুল ইসলাম রুমন ও রিফাত উদ্দিন সাদমান।