সাবেক মন্ত্রী, সাবেক কেবিনেট সচিব এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ার এর ৩য় মৃত্যুবার্ষিকীতে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাণী —
“বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে জনাব এম কে আনোয়ার সাহেব ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি আমাদের সকলের জন্য ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। রাজনীতিতে যোগদিয়ে যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে তখনই মরহুম এম কে আনোয়ার গনতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। স্বৈরাচারের সকল নির্দয় উৎপীড়ণকে সহ্য করেও তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন অনঢ় ও দ্বিধাহীনভাবে। অত্যাচারির রক্তচক্ষু তাঁর দৃঢ় মনোবলকে দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তাঁর কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র্ েউত্তরণের সাহসী সংগ্রামে এম কে আনোয়ার এর অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
বার্তা প্রেরক,
(সৈয়দ এমরান সালেহ প্রিন্স)
সাংগঠনিক সম্পাদক-বিএনপি
ও বিএনপি কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে