হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিষ্টার এম.এ. সালাম এর হিন্দু ধর্মাবলম্বী সর্বস্তরের জনসাধারণকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছেন।
ব্যারিষ্টার এম এ সালাম শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীন ভাবে পালন করতে পারে। তিনি করোনা মহামারীর সময় স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করার আহবান জানান।