ঢাকা,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যুব অধিকার পরিষদ সিলেট জেলার প্রথম সভা অনুষ্ঠিত

Polish_20201024_162517870.jpg

 

সংবাদ দাতা আব্দুন নুর: যুব অধিকার পরিষদ সিলেট জেলার উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে গতকাল ২৩/১০/২০২০ ইং শুক্রবার এক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও পরিচিতি সভায় ফয়সল আহমদের পরিচালনায় ও অংকুর দাশ অপুর সভাপতিত্বে বক্তারা বলেন সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দৃঢ় প্রত‍্যয় ও অংগীকারের মাধ্যমে কাজ করতে হবে। সিনিয়র নেতৃবৃন্দ সকল সহযোদ্ধাদের অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান এবং শারদীয় দূর্গা পুজার শুভেচ্ছা জানান।

উক্ত আলোচনা ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সম্মানিত সদ‍স‍‍্য মোহাম্মদ  জামিল আহমদ,জাবেদ আহমদ,রাহাত আহমদ,মনসুরুল হক,এস এম মনসুর,রাহাত আহমদ,তোফায়েল আহমদ,নাজিম উদ্দিন,মোস্তাফিজ,অপু,আহমেদ নাজিম,প্রনয় দেব,নাজমুস সাকিব,তানবির,শিবলু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top