ঢাকা,২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে ২য় ধাপে দরিদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ

Polish_20201027_162239743.jpg

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে ২য় ধাপে দরিদ্র ৯০ টি পরিবারের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১২ টায় উপজেলা পরিষদ মাঠে প্রত্যেকটি পরিবারের মাঝে ১টি করে ভেড়া বিতরণ করা হয়

সূচনা প্রকল্পের কোম্পানীগঞ্জ উপজেলার সমন্বয়কারী মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন কো-অর্ডিনেটর মুরাদ আল হোসেনের পরিচালনায় ২য় ধাপের এই কার্যক্রম উদ্বোধন করেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, প্রকল্পের কর্মকর্তা সাব্বির আহমদ, সাজিদ মিয়া, নুরে আলম, বিপ্লব তালুকদার প্রমুখ।

এসময় প্রধান অতিথি হিসেবে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, সকল মায়েরদের শিশুর প্রতি যত্নবান হতে হবে। মহামারি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top