বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কানাইঘাটের কৃতী সন্তান অধ্যাপক ডা. মো. তাহির ও জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল মুক্তাদিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু শোকবার্তায় বলেন, তাদের মৃত্যুতে দেশ দুইজন গুণী ব্যক্তিকে হারাল। যা সহজে পূরণ হওয়ার নয়।
পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ, তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত উভয় পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যাপক তাহির ও মুক্তাদিরের মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
