হেলালুল ইসলাম হেলাল : বিশ্বনাথ খাজান্জী ইউনিয়ন ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল লেইছ কে দেখতে তার বাাডীতে জান বন্দুয়া খাজান্জী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আসিকুর রহমান রানা।
এই সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার যুব দল নেতা আব্দুল লতিফ, বাংলাদেশ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সদস্য হেলালুল ইসলাম হেলাল,সেচ্ছাসেবক দলের নেতা লিয়াকত আলী,ফারুক আহমদ,৭নংওয়াড সেচ্ছাসেবক দলের সভাপতি আরশ আলী,৭নংওয়ার্ড যুব দলের নেতা সেলিম আহমদ,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,৫নংওয়াড সেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দনীন, সোনাই মিয়া ও আনহার আলী।
উপস্থিত নেএী বৃন্দ সেচ্ছাসেবক দলের নেতা আবুল লেইস এর সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং সিলেট জেলা বি এন পির সাবেক সফল সভাপতি ও বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানী নগরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম ইলিয়াস আলী ও গাড়ী চালক আনছার আলীক ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয় সরকারের কাছে।