বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট বার ইউনিট দ্বি-বার্ষিক সম্মেল ২০২০ইং আজ ২৯ অক্টোবর ২০২০ ইং বৃহস্পতিবার সিলেট জেলা বারের ২নং হলের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি বার্ষিক সম্মেলনে এ টি এম ফয়েজ উদ্দিন সভাপতি ও এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয় এবং সিনিয়র সহ সভাপতি হিসেবে আতিকুর রহমান সাব,যুগ্ম সম্পাদক ১ম হিসেবে এজাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর আক্তার খান নির্বাচিত হয়।
উক্ত দ্বি বার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিনিয়র এডভোকেট নুরুল হক এর সভাপতিত্বে ও এডভোকেট কামরুজ্জামান সেলিম এর পরিচালনায় উদ্ভোদক হিসেবে অনুষ্ঠান উদ্ভোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জয়নুল আবেদিন,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার,জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মোঃআমিনুল ইসলাম, এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট আব্দুল হক, এডভোকেট আয়েশা আক্তার,এডভোকেট নুরুল ইসলাম এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
উক্ত অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট আক্তার হোসেন খান,এডভোকেট আক্তার বকস জাহাঙ্গীর সহ আইনজীবী ফোরামের সকল সদস্য বন্দ।
উক্ত সম্মেলনের শুরুতে পবিত্র কোর আন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল।