বিশ্বনাথ থেকে হেলালুল ইসলাম হেলাল : বিশ্বনাথ উপজেলা ২নং খাজাঞ্চি ৭নং ওয়ার্ড তালামীযের আলোচনা সভা রোজ শনিবার বন্ধুয়া গ্রামে অনুষ্ঠিত হয়।ঈদে মিলাদুন্নবী সাঃ ও মহানবীর ব্যঙ্গচিত্র অবমাননার প্রতিবাদ স্বরূপ এই আলোচনা সভা সম্পন্ন করা হয়।
হাফেজ কামরান আহমদের সভাপতিত্বে ও রোমান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান সিরাজী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ তালামীযের সাংগঠনিক সম্পাদক মাও. হাফিজুর রহমান,অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাঃ মাও.শাফী উদ্দীন
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য
সাজুল আহমেদ, সামিউর রশিদ,জাকারিয়া,মাহবুব আলম,নাহিদ মিয়া,জয় আহমদ,মাসুম মিয়া, মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় আলোচকেরা নবীর অবমাননার প্রতিবাদে আওয়াজ তোলা ও ফ্রান্সেীয় পণ্য বয়কট করার আহবান জানান।
সংবাদটি শেয়ার করে প্রচার করুন!