ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন পর্ষদের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী

received_694052877916947-1.jpeg

 

 

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন এর পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি,
সিলেট জেলা পরিষদের সদস্য, সাজনা সুলতানা হক চৌধুরীকে বিদ্যানিকেতনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১লা নভেম্বর রবিবার সকালে বিদ্যালয়ে অফিস কক্ষে ম্যানেজিং কমিটির প্রথম সভায় সভাপতি, জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো শেষে
বরণ করে নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজাদ উদ্দিন, পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আব্দুস সালাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, প্রিন্সিপাল সাইফুর রহমান,পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল জলিল সেবুল, শাহিন আহমদ চৌধুরী, ইসলাম উদ্দিন ও সুমানা চৌধুরী,সহকারী শিক্ষক জাহেদ আহমদ, মনোরিত দাস, শারমিন আক্তার, খালেদা আক্তার প্রমি ও অভিভাবক সদস্য আব্দুস সামাদ।
সভাপতির বক্তব্যে
সাজনা সুলতানা হক চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতন শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বিদ্যানিকেতনের শিক্ষার কার্যক্রম আরো গতিশীল করতে পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top