বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব রতি কান্ত দাস সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় আজ সিনিয়র সহকারী জজ আদালত, সদর, সিলেটের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মীগন ও অতিথিবৃন্দ।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলাজজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সোহেল রানা, আপ্যায়ন সম্পাদক জনাব মোঃ খাইরুল ইসলাম, বেঞ্চ সহকারী জনাব মোহাম্মদ নুরুজ্জামান রিপন, মোঃ নারজেল হোসাইন, শাহীনা জাহান খান, রাজীব চন্দ্র দাস, মোঃ ইমান আলী, দিপক চন্দ্র বিশ্বাস ও অন্যান্য সহকর্মীবৃন্দ।
উপস্থিত সকল অতিথি এবং সহকর্মীগন জনাব রতি কান্ত দাস কে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।