ঢাকা,২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নিঃস্বার্থ সামাজিক সংগঠন-সিলেট এর ২৮তম ভালবাসা দান

FB_IMG_1604550915409.jpg

 

আজ ৪ই নভেম্বর’২০২০ বুধবার রাত ৯ঘটিকায় সিলেট চৌহাট্টাস্থ মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এক্সচেঞ্জ প্রক্রিয়ায় প্রথম বারের মত ও+ লাল ভালোবাসা দান করেন নিঃস্বার্থ সামাজিক সংগঠন-সিলেট এরশুভাকাঙ্ক্ষী মোঃ জহুর হাসান।

ডোনার রেফারেন্স নিঃস্বার্থ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফেরদাউস আহমদ ।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাছুম আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ ফেরদাউস আহমদ।

#ধন্যবাদ জহুর ভাই & ফেরদাউস ভাই
#২৮ তম ভালোবাসা-নিসাস

Leave a Reply

Your email address will not be published.

scroll to top