সাহেদ আহমদ ঃ ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবি (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার (৬ নভেম্বর) জুমুআর নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
দারুল কোরআন মাদরাসা নাজিরবাজার-এর মুহতামিম মাওলানা জাহিদ হাসানের সভাপতিত্বে ও নাজিরবাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাজিরবাজার মসজিদের সাবেক মুতাওয়াল্লি আব্দুস সালাম রূপা মিয়া, নাজিরবাজার মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুস শফি জাহেদ, বিশিষ্ট মুরুব্বি সফর আলী, দারুল কোরআন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মতিন, নাজিরবাজার মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, নাজিরবাজার মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক মুফতি এবাদুর রহমান, দারুল কোরআন মাদরাসার শিক্ষক জুনেদ আল আবিদ, সাবেক, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, ব্যাংকার সুমিম আহমদ,সিলেটের শীর্ষ আনলাইন নিউজ পত্রিকা sylhetview24-এর সাংবাদিক রেজাউল হক ডালিম প্রমুখ।
মিছিল শেষে ঝাজর নরশিংপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।