মিনা কার্টুনের মিনার আজ বিয়ে হয়ে গেছে। সে আজ ঘড়-সংসার সামলাতে বেস্ত। সিসিমপুরের ইকরি, সিকু, হালুম, টুকটুকিও আজ ভার্সিটিতে পড়ে। টম আর জেরি তো এখন বার্থক্যজনিত রোগে ভুগছে।
• মিস্টার বিন এখন বেস্ত হলিউড নিয়ে।ইত্যাদি” তেও আজ রসকষ নেই।
• স্মৃতির পাতায় ধূসর শৈশব। ছোট বেলা ভাবতাম কবে বড় হবো। আজ বড় হয়ে ভাবছি,সেই ছোটবেলা টা যদি আরেকটি বার ফিরে পেতাম।